দেলদুয়ার উপজেলার ওয়েব পোর্টালে স্বাগতম।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে উন্নয়নের অভিযাত্রায় দৃড় পদে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ডিজিটাল প্রযুক্তি কাজে লাগিয়ে ২০৪১ সালের মধ্যে জ্ঞানভিত্তিক অর্থনীতি ও উদ্ভাবনী জাতি হিসেবে গড়ে তোলার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার অন্যতম নিয়ামক হল ই-গভর্ন্যান্স। এই ধারণাটির সফল বাস্তবায়নের জন্য প্রয়োজন তথ্যসমৃদ্ধ, সহজে বোধগম্য এবং নির্ভরযোগ্য একটি ওয়েব পোর্টাল যেখান থেকে সাধারণ সেবাপ্রত্যাশীরা তাদের ঘরে বসেই তাদের সেবা প্রাপ্তির বিষয়ে একটি সম্যক ধারণা লাভ করতে পারে এবং তারা যাতে মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে মিথ্যা তথ্য পেয়ে প্রতারিত না হয়। দেলদুয়ার উপজেলা ওয়েব পোর্টাল সেই প্রচেষ্টার সফল প্রয়াস এবং জনসাধারণের প্রয়োজনের কথা বিবেচনা করে প্রতিনিয়ত এখানে তথ্য হালনাগাদ করা হয়।
ভূমি ব্যবস্থাপনা, নির্বাহী ম্যাজিস্ট্রেসি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় সরকার, শিক্ষা, পাবলিক পরীক্ষা, স্বাস্থ্য সেবা, জাতীয় ও স্থানীয় নির্বাচন ইত্যাদি কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে উপজেলা প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জনগণ এ কার্যালয়ের প্রদেয় সুবিধাসমূহ ইলেকট্রনিক পদ্ধতিতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে দ্রুততার সাথে স্বল্প খরচে পেতে পারেন।
দেলদুয়ার উপজেলার সাধারণ মানুষের চিন্তা, শক্তি, কর্ম ও পরিবর্তনের প্রবল আগ্রহ বাড়ানো এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলে মিলে একসঙ্গে কাজ করতে হবে, যেন সারা বাংলাদেশে মধ্যে দেলদুয়ার উপজেলা মডেল উপজেলা হিসেবে চিহ্নিত হয়। সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি সুষ্ঠ , সুন্দর, সন্ত্রাসমুক্ত, বাল্যবিবাহমুক্ত, মাদকমুক্ত এবং উন্নয়নমুখী আলোকিত দেলদুয়ার গড়াই আমাদের লক্ষ্য । এ উপজেলার প্রত্যেকটি মানুষ সহযোগীপরায়ন ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি দেলদুয়ার উপজেলার সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
মোছা: শাকিলা পারভীন
উপজেলা নির্বাহী অফিসার
দেলদুয়ার, টাঙ্গাইল
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস